বাসস দেশ-২২ : হতদরিদ্র, দিনমজুর, রিকশা চালকের মধ্যে সাঈদ খোকনের সামগ্রী বিতরণ

256

বাসস দেশ-২২
ডিএসসিসি-সহায়তা
হতদরিদ্র, দিনমজুর, রিকশা চালকের মধ্যে সাঈদ খোকনের সামগ্রী বিতরণ
ঢাকা, ৩১ মার্চ, ২০২০ (বাসস): ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ বিকেলে হাইকোর্ট মাজারের সামনে ৮০০ জন হতদরিদ্র, দিনমজুর, রিকশা চালকের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করেন।
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এসময় মেয়র সাঈদ খোকন নগরবাসীদের বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর আহবান জানিয়ে বলেন, ‘এ সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এ বিষয়ে সতর্ক থাকুন ।
তিনি হতদরিদ্রদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন।
বাসস/এমএসএইচ/২০০০/-শআ