বাসস ক্রীড়া-৬ : করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য আর্থিক সহায়তা রামোস-পিকে-কাজোরলা

156

বাসস ক্রীড়া-৬
ফুটবল-রামোস-পিকে
করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য আর্থিক সহায়তা রামোস-পিকে-কাজোরলা
লন্ডন, ৩১ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য আর্থিক সহায়তা দিলেন সার্জিও রামোস-জেরার্ড পিকে-সান্তি কাজোরলোর মত ফুটবল তারকারা।
পুরো বিশ্বই কাঁপছে এই করোনাভাইরাসে। স্পেনও এই করোনাভাইরাসে সংক্রমনে পড়েছে। তাই দেশের অসহায় মানুষদের জন্য আর্থিক সহায়তায় এগিয়ে এলেন স্প্যানিশ ফুটবল লিগের দুই প্রতিন্দ্বন্দি ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই খেলোয়াড় রামোস ও পিকে এবং আর্সেনালের মিডফিল্ডার কাজোরলো।
করোনার বিপক্ষে লড়াইয়ে তহবিল গঠনের জন্য এক ভার্চুয়াল মিউজিক ফেস্টিভেলে যোগ দেয় স্পেনের শীর্ষ ফুটবলাররা। সেখানে ‘লা লিগা ফেস্ট’ নামের তহবিলে আর্থিক সহায়তা দেন রামোস ও পিকে। তবে আইসোলেশনে থাকায় ভার্চুয়াল মিউজিক ফেস্টিভেলে যোগ দেননি রামোস-পিকে-কাজোরলো। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেদের দানের কথা নিশ্চিত করেন।
ভার্চুয়াল মিউজিক ফেস্টিভলে রাতেই ফুটবলার এবং স্পেনের কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা মিলে ৫ লাখ ৭০ হাজার পাউন্ডের তহবিল গঠন করেন। এই অর্থ খরচ হবে করোনা আক্রান্তদের সাহায্য ও চিকিৎসা সেবার যন্ত্রপাতি কেনার জন্য।
বাসস/এএফপি/অনু/এএমটি/১৮০৫/স্বব