বাসস ক্রীড়া-৫ : ৭০ শতাংশ বেতন কর্তনে রাজি আমরা : মেসি

162

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-মেসি
৭০ শতাংশ বেতন কর্তনে রাজি আমরা : মেসি
মাদ্রিদ, ৩১ মার্চ ২০২০ (বাসস) : বার্সেলোনা ক্লাবের কর্মচারীদের যাতে বেতন পেতে কোন সমস্যা না হয়, সেজন্য নিজেদের বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিতে রাজি হয়েছে দলটির খেলোয়াড়রা। এমনটা আজ স্পষ্ট করলেন বার্সেলোনার সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, ক্লাবের প্রয়োজনে ৭০ শতাংশ বেতন ছেড়ে দিতে রাজি আমরা।
প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে থমকে গেছে খেলাধুলাসহ সকল কার্যক্রম। ফলে আর্থিক বিষয়টি নিয়ে সমস্যা সর্বত্র। আর্থিক সংকটের মুখে পড়েছে বিশ্বের নামী-দামি ক্লাবগুলো। কিছুদিন আগে ফুটবলের প্রধান সংস্থা ফিফা বলেছিলো, খেলোয়াড়দের সামান্য বেতন কেটে নিতে। এমন খবরের পর বেতন ছাড়তে রাজি হন জুভেন্টাস, ইন্টার মিলান-বরুশিয়া ডর্টমুন্ড-বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা।
এরপর বার্সেলোনার ফুটবলারদেরও বেতন কাটা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানায়। বার্সার পক্ষ জানানো হয়, খেলোয়াড়দের ৭০ ভাগ বেতন কেটে নেয়া হবে। কিন্তু তাতে নাকি রাজি হননি বার্সেলোনার খেলোয়াড়রা। স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমে তা নিয়ে প্রতিবেদন ছাপায়। তারা বলে, খেলোয়াড়রা ৫০ ভাগ বেতন দিতে রাজি হয়েছে। এসব নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় স্পেনের ফুটবলঙ্গনে।
তবে সেইসব আলোচনা-সমালোচনা বন্ধ করে দিলেন বার্সেলোনার ফুটবল জাদুকর মেসি। ক্লাবের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মচারীরা যাতে পুরো বেতন পান সেটিই নিশ্চিত করতে বিবৃতির মাধ্যমে মেসি বলেন, ‘সবার আগে একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমরা সব সময়ই আমাদের বেতন কমানোর বিষয়টি নিয়ে ভেবেছি। কারণ আমরা ভালো করেই বুঝি, এটা একটা অন্যরকম পরিস্থিতি। ক্লাব যখনই চাইবে, আমরা খেলোয়াড়রা সকল সাহায্য করতে প্রস্তুত।’
খেলোয়াড়রা ৫০ শতাংশ বেতন দিতে রাজি, এমন সংবাদ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলে জানান মেসি। তিনি বলেন, ‘তবে আমরা এতে বিস্মিত নই যে ক্লাবে এমন লোকও আছেন, যারা আমাদের আতশি কাঁচের নিচে রাখার চেষ্টা করেছেন এবং আমাদের উপর বাড়তি চাপ তৈরি করতে চেষ্টা করেছেন। তবে সব সময়ই জানতাম আমরা ভালো কিছু করবো।’
সমালোচকদের সমালোচনার পরও এতোদিন কেন চুপ ছিলেন, সেটিও পরিস্কার করেছেন মেসি। তিনি বলেন, ‘যদিও আমরা এতদিন কিছু বলিনি। কারণ, আমাদের মূল লক্ষ্য ছিল ক্লাবকে সাহায্য করার উপায় খুঁজে বের করা এবং এই পরিস্থিতিতে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তা দেখা।’
কর্মচারীদের শতভাগ বেতন নিশ্চিতের জন্যই নিজেরা ছাড় দিয়েছেন বলে জানান মেসি, ‘আমাদের দিক থেকে সময় এসেছে বলার, এই সংকট চলাকালীন পরিস্থিতিতে ৭০ শতাংশ বেতন কেটে নেয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা ক্লাবকে আরও সাহায্য করতে চাই। যাতে কর্মচারীদের শতভাগ বেতন দেওয়া যায়।’
বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টর, পেশাদার স্পোর্টস দলের সদস্য ও বেশিরভাগ বাস্কেটবল দলও নিজেদের বেতন দিয়ে আর্থিক সহায়তা করতে রাজি হয়েছে।
বাসস/এএফপি/অনু/এএমটি/১৮০০/স্বব