বাসস ক্রীড়া-১১ : ৩০ জুন পর্যন্ত স্থগিত টেবিল টেনিস টুর্নামেন্ট

172

বাসস ক্রীড়া-১১
টেবিল টেনিস-স্থগিত
৩০ জুন পর্যন্ত স্থগিত টেবিল টেনিস টুর্নামেন্ট
প্যারিস, ৩১ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাস ও টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ায় আগামী ৩০ জুন পর্যন্ত টেবিল টেনিসের সকল টুর্নামেন্ট স্থগিত করেছে খেলাটির বিশ্ব নির্বাহি সংস্থা।
একই সাথে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) জানিয়েছে, র‌্যাংকিং ২০ মার্চ পর্যন্ত বলবত থাকবে।
এক বিবৃতিতে আইটিটিএফ জানায়, ‘২০২০ অর্থ পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটির সাথে কঠোর পরিশ্রম করছে আইটিটিএফ। পাশাপাশি ব্যয় হ্রাস করতে সম্মত হয়েছে। সিনিয়র স্টাফরা বেতন কমানোর প্রস্তাব দিয়েছেন। আইটিটিএফ সামগ্রিক ব্যয় রক্ষার্থে অন্যান্য ক্ষেত্রগুলোর দিকেও নজর দিচ্ছে।’
করোনাভাইরাসের কারনে সারাবিশ্বে ৩১হাজার মানুষ মারা গেছে। গেল সপ্তাহে টোকি অলিম্পিক স্থগিত করে এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।
আগামী বছরের ২৩ জুলাইয়ে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ। যা শেষ হবে ৮ অগাস্ট। আর টোকিও প্যারালিম্পিক গেমস ২৪ অগাস্ট শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বাসস/অনু/এএমটি/১৮৫৫/স্বব