বাসস ক্রীড়া-৪ : করোনাভাইরাসের কারণে পেছালো পাইন-স্মিথদের কেন্দ্রীয় চুক্তির ঘোষণা

163

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-অস্ট্রেলিয়া
করোনাভাইরাসের কারণে পেছালো পাইন-স্মিথদের কেন্দ্রীয় চুক্তির ঘোষণা
সিডনি, ৩১ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বন্ধ রয়েছে দ্বিপাক্ষীক সিরিজ এবং টুর্নামেন্ট। খেলার সাথে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করতেও সমস্যায় পড়তে হচ্ছে ক্রিকেট বোর্ডদের। নিজ দেশের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ এক মাস পিছিয়ে দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এপ্রিলের শুরুর দিকে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কথা ছিলো সিএর। কিন্তু করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক অবস্থা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় চুক্তির তালিকা আপাতত একমাস পিছিয়ে দিয়েছে সিএ। তবে এপ্রিলের শেষেও তালিকা প্রকাশ করতে পারবে কি-না সেই নিশ্চয়তাও নেই।
করোনাভাইরাসের কারনে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বেতনও কর্তন হতে পারে। এ ব্যাপারে টেস্ট অধিনায়ক টিম পাইন বলেন, ‘এজন্য আগামী সপ্তাহে আলোচনা হবে। ফুটবল ও বাকি খেলাগুলোর মতো আমাদেরও যদি এমনটি করতে হয়, অবশ্যই আমরা তা করবো। যাতে এই খেলাটি বেঁচে থাকে ও ভবিষ্যতের জন্য ভালো হয়। এছাড়া স্বাভাবিকভাবেই আমাদের চুক্তির তালিকা ঘোষণাতেও দেরি হচ্ছে।’
পরিস্থিতির কারণে বোর্ডের এমন সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাক ল্যানিং বলেন, ‘বিশ্বে যা ঘটছে, সে কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে করে কিছু সময় তো দেয়া উচিৎ আমাদের। উদ্ভূত পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের সবাইকেই একসাথে কাজ করতে হবে।’
বাসস/এএফপি/অনু/এএমটি/১৭২০/স্বব