পাকিস্তানের ক্রিকেটাররা দেশের বাইরে ৩টি টি-২০ লিগে খেলার ছাড়পত্র পাবে : পিসিবি

238

করাচি, ২৯ মার্চ ২০২০ (বাসস) : ক্রিকেট বিশ্বে বর্তমানে বহু দেশেই চলছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট। যেখানে সব দেশের ক্রিকেটাররাই অংশ গ্রহণ করে থাকে। তবে এ জন্য প্রয়োজন হয় নিজ নিজ বোর্ড থেকে খেলোযাড়দের এনওসি বা অনাপত্তি পত্র। এবার অনাপত্তি পত্র দানের নতুন নিয়ম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। নতুন নিয়মে পাকিস্তানের খেলোয়াড়রা দেশের ফ্র্যাঞ্চাইজিসহ চারটি টি-২০ লিগ খেলার ছাড়পত্র পাবে বলে জানিয়েছে পিসিবি।
এক বিবৃতিতে পিসিবি জানায়, এনওসি-র নতুন নিয়ম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অপারেশন্স বিভাগ এবং জাতীয় হেড কোচ/টিম ম্যানেজমেন্টের মাধ্যমে আসবে, যা খেলোয়াড়দের কাজের চাপ এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলির ক্ষেত্রে যথাযথ যতœ নিয়ে কাজ করবে।
তারা বলে, ‘বিশ্বজুড়ে এনওসি নিয়ম অনুসারে, বোর্ডের প্রধান নির্বাহি চূড়ান্ত পর্যায়ের চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ হবেন।’
পিসিবি আরও জানায়, ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারদের প্রথমে এনওসি-র জন্য সরাসরি তাঁদের নিজ নিজ অ্যাসোসিয়েশনের কাছে যেতে হবে।
তারা বলে, ‘অনুমোদনের প্রক্রিয়ার শেষ পর্যায়ে যাওয়ার আগে ক্রিকেট অপারেশন বিভাগের কাছ থেকে ইনপুট এবং মন্তব্য চাওয়া হবে।’
বোর্ড বলে, ঘরোয়া খেলোয়াড়দের জন্য, যারা লাল বলের ক্রিকেটে অংশ নেন না এবং সাদা বলের ক্রিকেটে নিয়মিত, তাদের এনওসি-র যোগ্য হওয়ার জন্য ঘরোয়া ৫০ ওভার এবং ২০ ওভারের প্রতিযোগিতায় খেলা এনওসির জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
পিসিবি বলে, ‘আইসিসির নিয়ম মেনে নিষ্ক্রিয় ও অবসরে যাওয়া, উভয় ক্রিকেটারকেই আইসিসির অনুমোদিত ইভেন্টগুলির জন্য পিসিবি থেকে এনওসি নিতে হবে। তবে, পিসিবি কোনও বিশেষ কারণ না থাকলে ২৪ মাস বা তার বেশি সময় অবসর নিয়েছে এমন খেলোড়দের এনওসি জারি করবে। লিখিতভাবে প্রদান করতে হবে।’
পিসিবির প্রধান ওয়াসিম খান বলেন, ‘আমরা খেলোয়াড়দের কাজের চাপ, আন্তর্জাতিক এবং ঘরোয়া প্রতিশ্রুতিগুলিকে প্রাধান্য এবং গুরুত্ব দিয়েছি, তবে একই সাথে খেলোয়াড়দের অতিরিক্ত উপার্জন এবং বিশ্বজুড়ে তাদের দক্ষতা বিকাশের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ ছিল।’