বাসস বিদেশ-৫ : ফ্রান্সে করোনায় আরো ৩১৯ জনের মৃত্যু

122

বাসস বিদেশ-৫
ফ্রান্স-করোনা-মৃত্যু
ফ্রান্সে করোনায় আরো ৩১৯ জনের মৃত্যু
প্যারিস, ২৯ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক): ফ্রান্স শনিবার করোনাভাইরাসে আরো ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এরফলে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৩১৪ জনে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ সতর্ক করে বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধ কেবল শুরু।
তিনি হুঁিশয়ার করে বলেন, মার্চের গত ১৫ দিনের চেয়ে পরিস্থিতি এপ্রিলের প্রথম দু’সপ্তাহ আরো ভয়াবহ হবে।
সরকারের তরফে প্রকাশিত প্রতিদিনের আপডেট থেকে জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩৭,৫৭৫ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১৭,৬২০ জন । এদের মধ্যে ইনটেনসিভ কেয়ারে আছে ৪,২৭৩ জন।
প্রধানমন্ত্রী আরো বলেন, ফ্রান্সের এখন দু’টি লক্ষ্য। একটি হলো ইনটেনসিভ কেয়ারের সক্ষমতা বাড়ানো এবং অপরটি ভাইরাসের বিস্তার ঠেকানো।
এদিকে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটিতে গত ১৭ মার্চ থেকে লকডাউন চলছে।
তবে ফিলিপ শুক্রবার এক ঘোষণায় বলেছেন, সংকট মোকাবেলায় লকডাউনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হবে।
বাসস/জুনা/১৩১০/অমি