প্রতিদিন ৩০০ অসহায়-দুস্থদের খাবার দিচ্ছে বাফুফে

318

ঢাকা, ২৮ মার্চ ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দেশে সাধারন ছুটিতে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে নিম্ন  শ্রেণির মানুষদের। তাদের সহায়তা এগিয়ে আসছেন দেশের অনেক সংগঠন, জনপ্রিয় তারকারা।
বাংলাদেশ ক্রিকেট দলের ২৭জন খেলোয়াড় তাদের এক মাসের বেতনের অর্ধেক অনুদান হিসেবে তুলে দিবেন দেশের অসহায়দের জন্য। ব্যক্তিগত উদ্যোগে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারও এগিয়ে এসেছেন।
এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) অসহায়-দুস্থদের পাশে দাড়ালো। করোনাভাইরাসের কারনে কঠিন পরিস্থিতিতে প্রতিদিন দুপুরে ৩০০ জন অসহায়-দুস্থ মানুষকে খাবার সরবরাহ করবে বাফুফে। গতকাল দুপুর থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।