স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা সাকিবের

218

ঢাকা, ২৬ মার্চ ২০২০ (বাসস) : আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিন প্রথম প্রহরে বাংলাদেশে স্বাধীনতার ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের স্বাধীনতা দিবসকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের ভেরিফাইড পেইজে সাকিব লিখেন, আজ আমাদের ৫০তম স্বাধীনতা দিবস। ঐতিহাসিক এই দিনে শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যাদের আত্মত্যাগের ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা এগিয়ে চলেছি একটি জাতি হিসেবে। উন্নয়নের পথে আমাদের এই পথচলা থাকুক
জুয়াড়ির তথ্য গোপন করায়, এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব।
বর্তমানে সেল্ফ আইসোলেশনে আছেন সাকিব। গত ২২ মার্চ পরিবারের সাথে অবস্থান করতে যুক্তরাষ্ট্র ভ্রমণে যান তিনি। যুক্তরাষ্ট্রে পৌঁছেই নিজের ও অন্যের সর্তকতার জন্য এক হোটেল রুমে নিজেকে স্বেচ্ছা আইসোলেশনে রাখেন সাকিব। তার পরিবারের সাথেও দেখা করছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান সাকিব।