বাসস রাষ্ট্রপতি-৩ : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে উজবেক প্রেসিডেন্টের শুভেচ্ছা

531

বাসস রাষ্ট্রপতি-৩
আবদুল হামিদ-উজবেকিস্তান
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে উজবেক প্রেসিডেন্টের শুভেচ্ছা
ঢাকা, ২৫ মার্চ, ২০২০ (বাসস) : বাংলাদেশের ৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভ রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণ ও আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’
বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতির কথা স্বীকার করে উজবেক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ শুধু মুসলিম বিশ্বে নয় গোটা এশিয়া মহাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে।
উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভ ২০১৯ সালের জুনে রাষ্ট্রপতি আবদুল হামিদের উজবেকিস্তান সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি আস্থাশীল যে উজবেকিস্তান ও বাংলাদেশের মধ্যে সার্বিক এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক আমাদের জনগণের সমৃদ্ধির জন্য যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরো জোরদার হবে।’
শাভকাত মিরজিইয়োয়েভ আবদুল হামিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
বাসস/এসআইআর/অনু-এবিএইচ/২৩১৮/বেউ/-এবিএইচ