ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে দুরন্ত সূচনা করলো বাসস

760

ঢাকা, ৩০ মার্চ ২০১৮ (বাসস) : সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দুরন্ত সূচনা করলো বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। আজ শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় দিন বাসস ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের খবরকে।
সকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাসস। ৬ ওভারের ম্যাচে ব্যাটিং-এ নেমে বাসস বোলারদের তোপে পড়ে মাত্র ৫১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের খবর। বাসস-এর পক্ষে মইনউদ্দিন ও অতিথি খেলোয়াড় ইমরান মজুমদার ২টি করে উইকেট নেন।
জবাবে ৫২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন বাসস-এর দু’ওপেনার মাজহারুল আনোয়ার খান শিপু ও ইমরান। দু’জনের ব্যাটিং কল্যাণে বিনা উইকেটেই জয়ে বন্দরে পৌঁছে যায় বাসস। ইমরান ৪৩ ও শিপু ৭ রানে অপরাজিত থাকেন। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৪৩ রান করে ম্যাচ সেরা হয়েছেন বাসস-এর ইমরান।
এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ৫০টি মিডিয়া প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
গতকাল মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভপতি নাজমুল হাসান পাপন, এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়া, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মো. আতিকুল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং কেএন-হার্বার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী মুশতাকসহ আরো অনেকে।