করোনা ভাইরাস প্রতিরোধে সিএমপি’র হটলাইন

681

চট্টগ্রাম, ২২ মার্চ , ২০২০ (বাসস) : করোনা ভাইরাস প্রতিরোধে হটলাইন চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, চট্টগ্রাম মহানগর এলাকায় করোনাভাইরাস বিস্তার রোধে সম্প্রতি বিদেশ হতে আগত ব্যক্তি ও সন্দেহভাজন আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে অবস্থান নিশ্চিত করতে এবং এ সংক্রান্ত গুজব ঠেকাতে এ হটলাইন চালু করা হয়েছে ।
তিনি বলেন, হটলাইন নম্বর ০১৪০০-৪০০৪০০ সার্বক্ষণিক চালু থাকবে এবং একজন পুলিশ কর্মকর্তা কল রিসিভ করে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিদেশ ফেরত প্রবাসীদের তথ্য প্রদান, করোনা ভাইরাস নিয়ে কেউ উদ্দেশ্যমূলকভাবে গুজব অথবা অপপ্রচার করছেন কি-না, অসৎ উদ্দেশ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন, চাল, ডাল, চিনি, তৈল ইত্যাদি অবৈধভাবে মজুদ করছেন কি-না ইত্যাদি বিষয়ে যে কোন তথ্য উক্ত হটলাইন নম্বরে জানানো যাবে।