বাসস দেশ-২৮ : পশ্চিমবঙ্গে করোনা মাকাবেলায় রাজ্যবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য দেয়া হবে

394

বাসস দেশ-২৮
করোনা- বিনা মূল্যে খাদ্য
পশ্চিমবঙ্গে করোনা মাকাবেলায় রাজ্যবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য দেয়া হবে
কোলকাতা, ২০ মার্চ, ২০২০ (বাসস) : রাজ্যে কোন খাদ্য শস্যের কোন অভাব নেই। রাজ্যবাসীকে বিনা মূল্যে এক সঙ্গে ৬ মাসের খাদ্যশস্য দেবে রাজ্য সরকার।
আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর সচিবালয় নবান্নে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
মমতা বন্দোপাধ্যায় বালেন, ৬ মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলতে পারবেন গ্রাহকরা। বিনামূল্যে তা দেয়া হবে। তিনি বলেন, খাদ্যশস্যের কোনও অভাব নেই। কোন রকম গুজব না ছড়ানোর জন্য সকলকে সতর্ক করে তিনি রাজ্যের সকল দোকানপাট-বাজার-ঘাট খোলা রাখার নির্দেশ দিয়েছেন।
কোন গুজবে কান না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার আহবান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১৪০/কেকে