বাসস দেশ-২৫ : দারুস সালাম ও জৈন্তাপুর থেকে আনসার আল ইসলামের তিন সদস্য আটক

571

বাসস দেশ-২৫
জঙ্গি-আটক
দারুস সালাম ও জৈন্তাপুর থেকে আনসার আল ইসলামের তিন সদস্য আটক
ঢাকা, ২০ মার্চ, ২০২০ (বাসস) : রাজধানীর মিরপুরের দারুস সালাম ও সিলেটের জৈন্তাপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর সদস্যরা।
শুক্রবার র‌্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার এএসপি (মিডিয়া) সাজেদুল ইসলাম সজল বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছে- মো. মোতাহার হোসেন ওরফে জামিল হাসান (৩৪), মুরশিদুল আলম ওরফে শিহাদ ওরফে মুরশিদ (৩৩) ও সাইফুর রহমান (২২)।
তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সাজেদুল ইসলাম সজল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মোতাহার হোসেন ওরফে জামিল হাসান ও মুরশিদুল আলম শিহাদ ওরফে মুরশিদকে রাজধানীর দারুস সালাম থানাধীন দারুস সালাম টাওয়ারের সামনে হতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী র‌্যাব সদস্যরা সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সাইফুর রহমানকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা আনসার আল ইসমলামের অপর সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে জঙ্গি সংগঠনে অর্থ সরবরাহ করে আসছিল।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০৪০/এসই