জামালপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি ফেরত মহিলাকে জরিমানা

466

জামালপুর, ১৮ মার্চ, ২০২০ (বাসস) : জামালপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি ফেরত এক মহিলাকে আজ বিকেলে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম আজ বিকেলে উপজেলার বগাবাইদ গ্রামের ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম জানান, বগাবাইদ গ্রামের এ নারী গত ১৪ মার্চ সৌদি আরব থেকে দেশে ফিরেন। আসার পর স্বাস্থ্য বিভাগ থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। বাড়িতে গিয়ে তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে লোকসমাগমে ঘুরাফেরা করছেন। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ আমান্য করায় তাকে এ জরিমানা করাা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তারা ওই নারীর বাড়িতে গিয়ে জেনেছেন, তিনি মোবাইল ফোন কেনার জন্য মার্কেটে গেছেন। কিছুক্ষণ অপেক্ষার পর ওই নারী ফিরে এলে হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে ২৯ জন তালিকাভুক্ত প্রবাসফেরতদের মধ্যে ওই মহিলাও রয়েছেন বলে জানান তিনি।