চট্টগ্রামে বিদেশফেরত ৬ জনকে জরিমানা

494

চট্টগ্রাম, ১৮ মার্চ ২০২০ (বাসস) : চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনের বিধি-নিষেধ না মানায় বিদেশফেরত ৬ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
তারা গত ৮ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেশে ফিরেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এজেডএম শরীফ হোসেন জানান, আনোয়ারা, হাটহাজারী, রাউজান, পটিয়া ও লোহাগাড়া উপজেলার ৬ জনের কাছ থেকে স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, বিদেশ-ফেরত প্রত্যেকের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু তারা এটা না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। ৫ জনকে ১০ হাজার টাকা করে এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদেরকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।