বাসস দেশ-৩০ : আটকে পড়া ওমরাহ হজযাত্রীদের বিমানের ফেরি ফ্লাইট ফিরেছে

489

বাসস দেশ-৩০
বিমান-সৌদি
আটকে পড়া ওমরাহ হজযাত্রীদের বিমানের ফেরি ফ্লাইট ফিরেছে
ঢাকা, ১৭ মার্চ, ২০২০ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফেরি ফ্লাইট আজ সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশী ওমরাহ হজযাত্রীদের নিয়ে ফিরেছে। রিয়াদ মারাত্মক কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধ করতে বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় পতাকাবাহী বাহিনীর বিশেষ বিমানটি আজ বেলা ৪ টায় ৪ শ’ ৯ জন বাংলাদেশী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর সব যাত্রী তাদের উপর ১৪ দিনের বাধ্যতামূলক সেল্ফ কোয়ারেন্টাইনে (স্ব-সঙ্গতি) পাঠানো হয়েছে।
এর আগে, মধ্যপ্রাচ্যের চারটি দেশ- সৌদি আরব, কুয়েত, কাতার এবং ওমান করোনাভাইরাসকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সকল ফ্লাইট স্থগিত করেছিল।
মোকব্বির বলেন, মালয়েশিয়া ১৮ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ায় বিমান আগামীকাল থেকে আগামী দুই সপ্তাহের জন্য কুয়ালালামপুরের ফ্লাইট স্থগিত করবে।
বিমান প্রতি সপ্তাহে কুয়ালালামপুর থেকে মোট ২৮ টি ফ্লাইট পরিচালনা করে।
বাসস/টিএ/অনু-এসই/২১৫২/কেকে