বগুড়ার দুপচাঁচিয়ায় ‘বঙ্গবন্ধু চত্বর’ উদ্বোধন

464

বগুড়া, ১৬ মার্চ ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলার দুপচাঁচিয়া উপজেলা তালোড়া রেলগেট সংলগ্ন জায়গায় আজ ‘বঙ্গবন্ধু চত্বর’ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার তালোড়া পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এ চত্বরটি নির্মাণ করা হয়।
আজ সোমবার বিকালে ফলক উন্মোচন ও ফিতাকেটে নবনির্মিত বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু।
পরে এ উপলক্ষে নবনির্মিত বঙ্গবন্ধু চত্বরে তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান মজনু।
আরও বক্তব্য রাখেন- আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল-হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, কাহালু পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দীন কবিরাজ, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির প্রমুখ।