বাসস ক্রীড়া-১৭ : বিশ্বকাপে উন্নতি করতে আফ্রিকান দলগুলোকে যুবদের প্রতি দৃষ্টি দিতে হবে

313

বাসস ক্রীড়া-১৭
ফুটবল-বিশ্বকাপ-আফ্রিকা-আমুনিকে
বিশ্বকাপে উন্নতি করতে আফ্রিকান দলগুলোকে যুবদের প্রতি দৃষ্টি দিতে হবে
মস্কো, ১২ জুলাই ২০১৮ (বাসস/এএফপি) : বিশ্বকাপে উন্নতি করতে হলে আফ্রিকান দলগুলোকে তরুণদের প্রতি মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন নাইজেরিয়ার সাবেক ফুটবল তারকা এমান্যুয়েল আমুনিকে। রাশিয়া বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের দলগুলোর দূর্বল পারফর্মেন্সের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।
রাশিয়ায় চলমান বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে ৫টি দল অংশগ্রহণের সুযোগ পেয়েছে। দলগুলো হচ্ছেÑ নাইজেরিয়া, সেনেগাল, তিউনিশিয়া, মিশর ও মরক্কো। তবে একটি দলও গ্রুপ পর্বের বাঁধা পেরুতে পারেনি। মাত্র তিনটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে আফ্রিকান দলগুলো। আজ মস্কোতে এক সংবাদ সম্মেলনে আমুনিকে বলেন, ‘আফ্রিকা মহাদেশ ও দলগুলোর জন্য এটি খুবই হতাশার। অনেকেই প্রত্যাশা করেছিল অতীতের মত এবারের আসরেও আফ্রিকার দলগুলো প্রথম পর্ব পেরিয়ে আরো উপরে পৌঁছবে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি।’
সেনেগালের শেষ ষোলতে স্থান পাবার সুযোগ ছিল, কিন্তু শুধুমাত্র ফেয়ার প্লে বিবেচনায় ঘাটতি থাকার কারণে তারা জাপানের চেয়ে পিছিয়ে পড়ে। কিন্তু ২০১৪ আসরেও নকআউট পর্বে খেলেছে নাইজেরিয়া ও আলজেরিয়া। আট বছর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে ঘানা।
আর এবার মহাদেশটির কোন দলই নকআউট পর্বে খেলার সুযোগ পায়নি। ১৯৮২ সালের পর এই প্রথম বিশ্বকাপ আসরে আফ্রিকার দলগুলোর এমন একটি বিপর্যয় ঘটেছে।
আমুনিকে বলেন, ‘বাস্তবতা হচ্ছে আমরা সবাই জানি ফুটবলের ব্যাপক উন্নয়ন ঘটেছে। সেটি নিয়মিতভাবেই পরিবর্তিত হচ্ছে। আর আফ্রিকায় আমরা যদি এমন বিব্রতক অবস্থায় পড়তে না চাই, এবং তরুণদের দিকে নজর না দেই, তাহলে বার বার আমাদের স্বপ্ন ভঙ্গ হতে থাকবে।’
১৯৯০-এর দশকের স্পোর্টিং লিসবন ও বার্সেলোনার এই উইঙ্গার ১৯৯৪ সালের বিশ্বকাপে সুপার ঈগলদের হয়ে অংশ নিয়েছিলেন। শেষ ষোলর লড়াইয়ের অতিরিক্ত সমযে ইতালীর কাছে হেরে গেলেও গোল করেছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি, এবং নাইজেরিয়া অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নিয়ে সফল হন।
আমুনিকে বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৭ দলের প্রশিক্ষণকেই বেশি গুরুত্ব দিয়েছি। বলতে চাই সেখানে প্রচুর সংখ্যক প্রকৃতিগত মেধাবী রয়েছে। তাদের পরিচর্যা না করলে আপনাদের ভাল ফল এনে দিতে পারব না।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৩০/মোজা/স্বব