ভারতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক পরিবেশন করবে পঞ্চগড়ের নাট্যদল

542

চাপরমুখ, নওগাঁ, ১৩ মার্চ, ২০২০ (বাসস) : আসাম রাষ্টীয় পরিবেশ্য কলা পরিষদের উদ্যোগে আগামী ২৫ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠেয় সাংস্কৃতিক উৎসবে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক নাটক পরিবেশন করবে বাংলাদেশের নাট্যদল পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার।
আসামের নওগাঁ জেলার চাপরমুখ বি বি হানছাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তক্ষশীলা আসাম, শঙ্কর মাধব ও দিহানগোষ্ঠীর সহযোগিতায় পাঁচদিন ব্যাপী এই উৎসবে ভারতের ২৯টি রাজ্যের ২৭টি দল বহুভাষিক নাটক, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করবে। এ উপলক্ষে উৎসবের মুক্তমঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সভায় ভারতের ২৭ টি রাজ্যের সাংস্কৃতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অল ইন্ডিয়া কালচারাল সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গায়িকা পখিল কালিতা সভায় স্বাগত বক্তব্য রাখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে বাংলাদেশের ব্যাপক প্রস্তুতির কথা তুলে বক্তব্য রাখেন বাংলাদেশের নাট্যকার ও লেখক রহিম আব্দুর রহিম। মুজিববর্ষে বাংলাদেশেও একটি উৎসব করার প্রস্তাব করেন আলোচকরা।