দেশের সেরা কলেজ র‌্যাঙ্কিংয়ের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

506

ঢাকা, ১২ মার্চ, ২০২০(বাসস) : দেশের ৮৮টি সেরা কলেজকে কেপিআই (কী-পারফমেন্স ইনডিকেটর)-এর ভিত্তিতে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের জন্য নির্ধারিত কেপিআই অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পারফর্মেন্স র‌্যাংকিং করে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজ (৫টি সাধারণ, ১টি সরকারি, ১টি বেসরকারি ও ১টি মহিলা) এবং ৮টি বিভাগ ভিত্তিক অঞ্চলের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৮০টি) কলেজ এর আওতাভুক্ত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত সেরা কলেজকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হবে।
র‌্যাংকিং এর কেপিআই সম্পর্কিত তথ্যাবলীর সময়কাল হবে গতবছরের পহেলা জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.nubd.info/college) college code ও password দিয়ে লগইন করে কলেজ র‌্যাংকিং ফরম পূরণ করে আবেদন করতে হবে।
অনলাইনে পূরণকৃত আবেদনের হার্ডকপি রেজিস্ট্রার,জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ।