চট্টগ্রামে পৌঁছেছে চসিক নির্বাচনের ৪ হাজার ইভিএম

529

চট্টগ্রাম, ৯ মার্চ, ২০২০ (বাসস) : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ব্যবহারের জন্য প্রথম ধাপে ৪ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)সহ ও ভোট গ্রহণের অন্যান্য সরঞ্জাম পৌঁছেছে।
ভোটকেন্দ্র ও কক্ষ অনুযায়ী বাকি ইভিএম ও সরঞ্জাম পর্যায়ক্রমে আসবে বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
আজ সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা সরঞ্জামগুলো বুঝে নেন। বর্তমানে সেগুলো এমএ আজিজ স্টেডিয়ামের জিমন্যাসিয়ামে রাখা হয়েছে।
২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ নয় লাখ ৯৮ হাজার ৭২৩ জন। নারী নয় লাখ ৫২ হাজার ৩২৯ জন।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ মোট ছয়জন মেয়র, ১৬১ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ৫৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্ব›িদ্ধতা করছেন।
এবারই প্রথম চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ইভিএমে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-পাঁচলাইশ-চান্দগাঁও) আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।
এর আগে ২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শুধুমাত্র জামালখান ওয়ার্ডে পরীক্ষামূলক ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।