বাসস দেশ-২৯ : কলকাতায় উপ-হাইকমিশন কার্যালয়ে ৭ মার্চ উদযাপিত

594

বাসস দেশ-২৯
কলকাতা-৭মার্চ উদযাপিত
কলকাতায় উপ-হাইকমিশন কার্যালয়ে ৭ মার্চ উদযাপিত
কলকাতা, ৭ মার্চ, ২০২০ (বাসস) : কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন কার্যালয়ে আজ সন্ধ্যায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপ-হাইকমিশন কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপ-হাইকমিশনার তৌফিক হাসান সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যাক্তিত্ব সৈয়দ নাসির উদ্দিন ইউসুফ, দূতাবাস প্রধান ও মিনিস্টার বি এম জামাল হোসাইন, প্রথম সচিব শেখ সফিউল ইমাম, কনসোলের মো, বশির উদ্দিন, কলকতার বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ সাহা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীরণ ব্যানার্জি বক্তৃতা করেন।
সভায় বক্তারা বলেন, ৭ই মার্চ বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন।
তারা বলেন, লাখ-লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় তাঁর এই গুরুত্বপূর্ণ ভাষনের বজ্রধ্বনি সমস্ত বাঙালির মাঝে সচেতনতা ও প্রেরণার সৃষ্টি করেছিলো। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর ৪৯ বছর আগের সেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কেবল বাঙালি জাতির জন্যই নয় বিশ্ববাসীর কাছেও প্রেরণার মূল্যবান উৎস হয়ে আছে বলে তারা বক্তৃতায় উল্লেখ করেন।
এরআগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/২২৫০/-কেকে