বাসস দেশ-৩৫ : ফল উৎসব বাংলাদেশের ঐতিহ্যের অংশ : স্পিকার

795

বাসস দেশ-৩৫
স্পিকার-ফল-উৎসব
ফল উৎসব বাংলাদেশের ঐতিহ্যের অংশ : স্পিকার
ঢাকা, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফল উৎসব বাংলাদেশের ঐতিহ্যের একটি অংশ।
আজ বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার একথা বলেন।
প্রতি বছর সংগঠটি ফল উৎসবের আয়োজন করে আসছে। প্রায় ২১ পদের দেশীয় ফলের সমাহারে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ আ স ম ফিরোজ।
ড. শিরীন শারমিন চৌধুরী ফল উৎসবের প্রশংসা করে বলেন, ফল উৎসব পার্লামেন্ট জার্নালিষ্ট এসোসিয়েশনের নিজস্ব চিন্তা-চেতনা। এ উৎসব আয়োজনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হওয়ার সুযোগ পাই, এর ফলে সাংবাদিকদের সাথে জাতীয় সংসদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
এছাড়াও স্পিকার সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় সংসদের উদ্যোগে সিপিএ- বাংলাদেশ চ্যাপ্টারের মাধ্যমে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবেন বলে উল্লেখ করেন। দেশীয় ফলের প্রদর্শনীর অনন্য এ উদ্যোগেরও প্রশংসা করেন স্পিকার।
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে সাবেক সভাপতি আশীষ সৈকত শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাসস/সবি/এমএমবি/২১৪৪/অমি