শাহজালালে সোনার বারসহ এক পরিচ্ছন্নতা কর্মী আটক

317

ঢাকা, ৩ মার্চ, ২০২০ (বাসস) : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বারসহ এক পরিচছন্নতা কর্মীকে আটক করা হয়েছে।
বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বিমানবন্দরের আট নম্বর হ্যাঙ্গার গেট এলাকা থেকে তাকে আটক করে।
তার নাম মুসা মিয়া (৩৫)। সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ,এইচ,এম তৌহিদ-উল আহসান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট এলাকা দিয়ে সোনার বারগুলো নিয়ে সুইপার মুসা মিয়া গোপনে বের হচ্ছিল। এ সময় তার চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক হলে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে তল্লাশি করে ১ কেজি ৬৫০ গ্রাম সোনার বার পাওয়া যায়। সোনার বার গুলো তার পায়ের সাথে কালো রংয়ের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূসা মিয়া কাস্টমস কর্মকর্তাদেরকে জানান, এর আগেও সে এ ধরনের কাজের সাথে জড়িত ছিল।
তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।