বাসস দেশ-২২ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আইসিটি বিভাগের কর্মপরিকল্পনা

382

বাসস দেশ-২২
মুজিববর্ষ- কর্ম পরিকল্পনা
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আইসিটি বিভাগের কর্মপরিকল্পনা
ঢাকা, ২ মার্চ, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
আজ আইসিটি বিভাগের সভাকক্ষে আইসিটি বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদেরকে নিয়ে কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এতে সভাপতিত্ব করেন।
সভায় জাতীয় বাস্তবায়ন কমিটি আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন এবং বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন সংক্রান্ত বিষয়া এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘১০০+কৌশল’ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ সংক্রান্ত বছরব্যাপী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
সভায় মুজিববর্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) -এর ১০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডিজিটাল সেন্টারের সকল উদ্যোক্তাদের নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ১০০টি ল্যাপটপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বাসস/তবি/এমএআর/২২৩৫/এবিএইচ