বাসস দেশ-৩১ : রেলে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা আরও ২২টি নতুন কোচ

246

বাসস দেশ-৩১
রেলে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা আরও ২২টি নতুন কোচ
চট্টগ্রাম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : আধুনিকায়নের অংশ হিসেবে দেশের রেলবহরে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আনা আরও ২২টি নতুন কোচ। আজ শনিবার কোচগুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়া হয়। ইন্দোনেশিয়া থেকে ৬ষ্ঠ ধাপে এলো মিটারগেজ কোচগুলো।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান মেকানিক্যাল প্রকৌশলী ফকির মহিউদ্দিন জানান, কোচগুলো পাহাড়তলী ওয়ার্কশপে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সম্পূর্ণ চলাচল উপযোগী করে বিভিন্ন ট্রেনে কোচগুলো যুক্ত করা হবে।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি ৫ম ধাপে ২২টি কোচ এসেছিলো। সবমিলিয়ে ২০০টি মিটারগেজ কোচের মধ্যে ১৩২টি কোচ দেশে পৌঁছেছে। গত ২৬ জানুয়ারি আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসে ২৭টি নতুন কোচে সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বাসস/ডিবি/কেএস/০০১২/কেকে