ভাইরাসের কারণে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ স্থগিত

198

কুয়ালালামপুর, ২৭ ফেব্রুয়ারি ২০২০ (বাসস/এএফপি) : করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ছয়টি ম্যাচ। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন ভয়ঙ্কর করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে।
ইরানে এই ভাইরাস মহামারী আকার ধারণ করায় সেখানকার আঞ্চলিক কর্তৃপক্ষ বাতিল করেছে চারটি ক্লাবের ম্যাচ। শুধু তাই নয়, এই ভাইরাসের কারণে বিঘœ ঘটতে পারে বিশ্বকাপ বাছাইপর্বে। আগামী মাসে শুরু হবার কথা ছিল এই বাছাইপর্ব। এদিকে চীন, দক্ষিন কোরিয়া, ভিয়েতনাম ও অস্ট্রেলিয়ার অংশগ্রহনে অলিম্পিকের মহিলা ফুটবলের প্লে অফ ম্যাচ সুচিরও পরিবর্তন ঘটানো হয়েছে।
এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসোর জন এক বিবৃতিতে বলেছেন, ‘এখন আমরা অভূতপূর্ব ও চ্যালেঞ্জিং সময়ের মধ্যে আছি। তবে এএফসি নিরলসভাবে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষন করে চলেছে।’
দক্ষিন কোরিয়ায় একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রুদ্ধদ্বার মাঠে। ইরানী ক্লাবগুলোর অংশগ্রহনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবার কথা ছিল চারটি ম্যাচ। চীনের বাইরে ওই দেশটিতেই করোনা ভাইরাসের সংক্রমনে মারা গেছে বেশী সংখ্যক লোক। এ পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যে কারণে সবগুলো খেলাই বাতিল করা হয়েছে।
থাইল্যান্ডের চিয়াংগারি ইউনাইটেডের সঙ্গে এফসি সিউলের হোম ম্যাচের সুচিও পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ৬ এপ্রিল সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে খেলার কথা ছিল ইরানি ক্লাব সেপোহানের। এটিও স্থগিত করা হয়েছে।
আগামী সোমবার কুয়ালালামপুরে বৈঠকে বসতে যাচ্ছেন এএফসির ইস্ট জোনের সদস্যরা। আর মঙ্গলবার আলোচনায় বসবে পশ্চিম এশিয়ার দেশগুলো। ইতোমধ্যেই করোনাভাইরাস ব্যাপক প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে। যার মধ্যে রয়েছে ফর্মুলা ওয়ান, ছয় জাতির রাগবি এবং ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল।
এদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মহিলাদের অলিম্পিক বাছাইপর্ব। টুর্নামেন্টটি কয়েকদফা ধাক্কা খেল। বাছাইপর্বের এই টুর্নামেন্ট মুলত অনুষ্ঠিত হবার কথা ছিল চীনের উহান প্রদেশে। যেখানে প্রথম শুরু হয়েছে করোনা ভাইরাসের সংক্রমন। এরপর এটিকে সরিয়ে নেয়া হয় নানজিংয়ে। সর্বশেষ এটিকে নিয়ে যাওয়া হচ্ছে সিডনিতে।
টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌছেই চীনা দলকে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যদিও দক্ষিন কোরিয়ায় হোম লেগ খেলেই সিডনিতে গেছে দলটি।