বাসস দেশ-২৪ : পিলখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

231

বাসস দেশ-২৪
পিলখানা-মিলাদ মাহফিল
পিলখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজ বাাদ আসর পিলখানাস্থ কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
এ দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. সাহেদ আলী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, শহীদদের নিকটাত্মীয়, পিলখানায় কর্মরত সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এফএইচ/১৯৩৩/শআ