মুজিববর্ষে খেলবেন কোহলি-গেইল-ডু প্লেসিসরা

220

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দুই ম্যাচের বিশেষ টি-২০ সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুজিব বর্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে অনুষ্ঠেয় বিশেষ টি-২০ ম্যাচগুলোতে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসের মত তারকা খেলোয়াড়রা।
আজ মিরপুুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র ম্যাচে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয়ের পর এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শেরে বাংলার গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সাথে তিনি বলেন, ‘এশিয়া একাদশে ভারত থেকে চারটা নাম আমরা পেয়ে গেছি। যা এখন পর্যন্ত আমরা জানি। তবে চুক্তি এখনো সম্পন্ন হয়নি। জানতে পেরেছি, ভারত থেকে ঋসভ পান্থ, কুলদীপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ সামি থাকছে। এছাড়া একটা ম্যাচ রাহুল, একটা ম্যাচ কোহলি, এ ধরণের কথাবার্তাও বলেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আফগানিস্তানের রশিদ খান এবং মুজিবকে ফাইনাল করেছি। কিন্তু চুক্তি সই করিনি, করব। নেপাল থেকে লামিচানকে বলা হচ্ছে। শ্রীলংকা থেকে মালিঙ্গা ও পেরেরার সাথে কথাবার্তা চূড়ান্ত।’
বাংলাদেশ থেকে কারা খেলবেন সেটিও নিশ্চিত করেছেন বিসিবি বস, ‘বাংলাদেশ থেকে তামিম, মুশফিক নিশ্চিত। এদের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরও দুজন আছে। এরা হলেন- একজন রিয়াদ অন্যজন মুস্তাফিজ। আরেকজনকে নিয়ে কথা হয়েছে, সে হল লিটন দাস। কে ওপেন করবে না করবে। পজিশনের ওপর অনেক কিছু নির্ভর করছে। সবাইকে ঘুড়িয়ে ফিরিয়ে খেলানো হবে।’
বিশ্ব একাদশের খেলোয়াড়দের কিছু নামও বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকেই আসবেন বেশিরভাগ খেলোয়াড়। এছাড়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকেও আসবেন বেশ কিছু খেলোয়াড়। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩-৪ জন করে খেলোয়াড় আসছে। ইংল্যান্ডেরও ৩জন খেলোয়াড় থাকছে।’
এশিয়া একাদশ(সম্ভাব্য) : তামিম ইকবাল, মুুশফিকুর রহিম, মাহমুদুুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, লিটন দাস, ঋসভ পান্থ, থিসারা পেরেরা, রশিদ খান, সন্দ্বীপ লামিচান, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ সামি, কুলদীপ যাদব ও মুজিব উর রহমান।
বিশ্ব একাদশ(সম্ভাব্য) : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), নিকোলাস পুুরান (ওয়েস্ট ইন্ডিজ), ব্র্র্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), আদিল রশিদ (ইংল্যান্ড), শেলন্ডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ), লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকা), এন্ড্রূ তাই (অস্ট্রেলিয়া) ও মিচেল ম্যাকক্লেনাঘান (নিউজিল্যান্ড)।
সিরিজের দু’টি ম্যাচের সম্ভাব্য তারিখ আগামী ২১ ও ২২ মার্চ।