বাজিস-১৪ : নীলফামারীতে নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা

246

বাজিস-১৪
নীলফামারী-কর্মশালা
নীলফামারীতে নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা
নীলফামারী, ২২ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলার সৈয়দপুরে ক্ষুদ্র ও মাঝারী নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ‘সেকেন্ড স্মল এ- মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২)’-এর আওতায় শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ এ- রিসোর্ট সেন্টারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পরামর্শক মো. আক্তারুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের উপপরিচালক বিধান সাহা, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা প্রমুখ।
কর্মশালায় রংপুর অঞ্চলের পঞ্চাশজন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/২১৩১/এমকে