নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে : কৃষিমন্ত্রী

512

ঢাকা, ২০ ফেব্রুয়ারি , ২০২০ (বাসস): কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিয়েছে।
আজ রাজধানীর কাকরইলের আইডিইবি ভবনের সেমিনার কক্ষে জলবায়ু পরিবর্তন : খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইডিইবি’র সভাপতি এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো সাজ্জাদ হোসেন সরকার। বক্তব্য রাখেন, ধান গবেষণা ইনস্টিটিউটটের মহাপরিচালক ড.মো.শাজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড.আবদুল মুঈদ, জলবায়ু বিষয়ক সাংবাদিক কাওসার রহমান প্রমুখ।
আব্দুর রাজ্জাক বলেন, কৃষি খাতে অবদানের স্বীকৃতি প্রদান ইতিবাচক দিক। আমাদের অর্থনীতির চালিকা শক্তি বাংলার কৃষি ও কৃষক। কৃষি পণ্যের নায্য মূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নতুন নতুন প্রজাতির পণ্য উৎপাদনও নিশ্চিত করতে চায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য নিশ্চিত করে বিদেশেও রফতানি করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।