সাবেক সিভিল সার্জনসহ ২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

300

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ দুজনের বিরুদ্ধে দু’টি মামলার অনুমোদন দিয়েছে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, সোমবার রাজধানীর সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মামলা দুটির অনুমোদন দেয়া হয়।
মামলার অপর আসামি হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের মালিক মো. শাহিনুর রহমান।
দুদক সূত্র জানায়, ডা. তওহীদুর রহমান সাতক্ষীরা মেডিকেল অ্যাসিসটেন্ট স্কুল (ম্যাটস) ও সাতক্ষীরা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সাবেক অধ্যক্ষ। তিনি শাহিনুরের সঙ্গে যোগসাজশে ২০১৭-১৮ অর্থবছরে ম্যাটস-এর জন্য নিম্নমানের খেলাধুলার সামগ্রী বেশি দামে ২০ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা ক্রয় দেখিয়ে এবং একই অর্থবছরে আইএইচটির কেনাকাটায় অনিয়ম করে ২০ লাখ ৬১ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেন বলে দুদকের অনুসন্ধানে জানা যায়।
৪১ লক্ষ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে দুইটি মামলার অনুমোদন দিয়েছে দুদক।
অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কমিশনের প্রধান কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. ফেরদৌস রহমান ও উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান । শিগগিরই মামলা দুইটি দায়ের করা হবে।