রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি

335

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেমের হাইড্রো-একুম্যুলেটরের প্রথম বডি-পার্টসগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণু শক্তি করপোরেশন ‘রসাটমের’ মেশিন প্রস্তুতকারি ডিভিশন এটমএনার্গোমাসের এমটি প্রতিষ্ঠান এইএম-টেকনোলজির পেত্রাজাভোদস্ক শাখায় এগুলোর নির্মাণ কাজ চলছে।
পারমাণবিক বিদ্যুৎ-কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় প্যাসিভ কোর ফ্লাডিং সিস্টেম অত্যন্তÍ গুরুত্বপূর্ণ। রিয়্যাক্টরের প্রাইমারী সার্কিটে বড় আকারের কোন কুল্যান্ট দুর্ঘটনা ঘটলে তাপ অপসারণের ক্ষেত্রে এটি প্রধান ভূমিকা রাখে।