বাজিস-১১ : হবিগঞ্জে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার শপথ নিলেন ১৪৩ জন প্রধান শিক্ষক

414

বাজিস-১১
হবিগঞ্জ- বিদ্যালয়
হবিগঞ্জে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার শপথ নিলেন ১৪৩ জন প্রধান শিক্ষক
হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলার সদর উপজেলার ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে আসার শপথ নিয়েছেন।
আজ শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে তারা এই শপথ গ্রহন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোচনামচা’ বই অবলম্ভবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, জাতীয় শিক্ষা পদক- এর পুরস্কার প্রদান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে এই শপথ করানো হয়।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম।
হবিগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সরকার আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
পরে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।
বাসস/সংবাদদাতা/২২১০/এমকে