বাজিস-১০ : কুমিল্লায় বার্ড-এ টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু

234

বাজিস-১০
কুমিল্লা-কর্মশালা
কুমিল্লায় বার্ড-এ টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
কুমিল্লা, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (বাসস): জেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) আজ শনিবার থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক দুইসপ্তাহ মেয়াদি আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ড পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ডের) মহাপরিচালক মো. শাহাজাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘এসডিজি অর্জনে আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী।
কর্মশালায় লেবানন, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, নামিবিয়া, জর্ডান, মিশর, ঘানা, গাম্বিয়া, পাকিস্তান, ওমান এবং বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের ১৯ জন উর্ধ্বতন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
কর্মশালা পরিচালনার দায়িত্বে রয়েছেন বার্ড-এর পরিচালক (গবেষণা) মিলন কান্তি ভট্টাচার্য্য।
বাসস/সংবাদদাতা/২০০৫/এমকে