হবিগঞ্জে খোয়াই নদীতে সেতুর নির্মাণ কাজ শুরু

274

হবিগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় খোয়াই নদীর উপর সেতুর নির্মান কাজ আজ শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
হবিগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বাছির জানান, ১৩৪ দশমিক শূন্য নয় মিটার দৈর্ঘ্য ও সাত দশমিক ৩০মিটার প্রস্থ বিশিষ্ট এই সেতুটি নির্মানে ব্যয় হবে আটকোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই নির্মান কাজ বাস্তবায়ন করছে।২০২১ সালের ৯ ফেব্রুয়ারি এই সেতুটির নির্মান কাজ শেষ হবে।
শুক্রবার বিকালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট আবু জাহির।
আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল প্রমুখ।
এছাড়াও, শুক্রবার বিকালে সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এককোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একটি ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।