ভিয়েতনামে করোনাভাইরাসের কারণে একটি অঞ্চল বিচ্ছিন্ন রাখা হয়েছে

454

বিন সুয়েন, ভিয়েতনাম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ (বাসস ডেস্ক): ভিয়েতনামে করোনা ভাইরাসে ৬ ব্যক্তি আক্রান্ত হওয়ার পর রাজধানীর নিকটবর্তী প্রায় ১০ হাজার লোকের বসতিসম্পন্ন কয়েকটি গ্রামকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।
হ্যানয় থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী সঁ লোয়া অঞ্চলটিকে বৃহস্পতিবার বিচ্ছিন্ন করা হয়েছে। চীনের মধ্যাঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম অন্য কোনো দেশের কোনো অঞ্চল বিচ্ছিন্ন করা হলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি ২০২০ সঁ লোয়া কমিউনটি ২০ দিনের জন্য বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, সেখানে পাঁচ জন ভাইরাস আক্রান্ত হয়েছে। তবে তারা বৃহস্পতিবার সেখানে ছয় জনের আক্রান্ত হওয়ার কথা জানায়।
বিন সুয়েনে এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার এলাকার চারপাশে চেকপয়েন্ট বসানো হয়েছে।