বাসস দেশ-৩৭ : জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ৩ হাজার ৮০০ কোটি টাকার ৭২০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে

244

বাসস দেশ-৩৭
জলবায়ু-মোকাবেলা
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ৩ হাজার ৮০০ কোটি টাকার ৭২০টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা-১৩সহ সংশ্লিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৭২০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ৩৭৫টি বাস্তায়িত হয়েছে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) এসব প্রকল্প বাস্তায়ন করেছে। ভবিষ্যতে জলবায়ু সহনশীল আরো কর্মপরিকল্পনা বাস্তায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ রাজধানীর মহাখালীতে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান। বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহ্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী ও আহ্মদদ শামীম আল রাজি।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল হাসান বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিসিসিটিকে ভবিষ্যতে আরও বেশি বেশি প্রকল্প গ্রহণ করতে হবে। একই সাথে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকাসমূহকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রকল্পসমূহ বাস্তায়নের ক্ষেত্রে কাজের গুণগতমান বজায় রাখার প্রতি গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় গৃহীত নদী তীর সংরক্ষণ, বনায়ন, বেড়িবাঁধ নির্মাণ ও সংরক্ষণ, খাল খনন, পুন:খনন, জ্বালানী সাশ্রয়ী বন্ধু চুলা স্থাপন, সোলার সিস্টেম স্থাপন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ নির্মাণ, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় প্রতিরোধ বাড়ী নির্মাণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বাসস/এমএসএইচ/২১০৫/-শআ