বাজিস-১৩ : সাতক্ষীরা ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

240

বাজিস-১৩
সাতক্ষীরা-বগুড়া-দুর্ঘটনা
সাতক্ষীরা ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : সাতক্ষীরার পাটকেলঘাটায় ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
সাতক্ষীরায় শেখ আব্দুস সাত্তার (৩৫) নামে এক পান ব্যবসায়ি এবং বগুড়ায় আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বাসস-এর সাতক্ষীরা সংবাদদাতা জানান, জেলার পাটকেলঘাটা উপজেলায় আজ সকালে হানিফ পরিবহনের একটি যাত্রিবাহি বাসের ধাক্কায় শেখ আব্দুস সাত্তার (৩৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পান ব্যবসায়ি শেখ আব্দুস সাত্তার কুমিরাতেই বসবাস করতেন। তিনি তালা উপজেলার রাড়ীপাড়ার সামছুল শেখের পুত্র।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মঙ্গলবার সকালে শেখ আব্দুস সাত্তার বাইসাইকেলযোগে কুমিরা বাজার থেকে পান নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাওয়ার সময় কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে আজ সড়ক দুর্ঘটনায় রিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার আজাদ বেকারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিনা আক্তার উপজেলার বড় আখিড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। ।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, গৃহবধূ রিনা আক্তার বড় আখিড়া থেকে তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সান্তাহার আয়েজ প্লাজা মার্কেটে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে সান্তাহার মেইনরোডে আজাদ বেকারির সামনে পৌঁছালে একটি মটরসাইকেল ধাক্কা দিলে রিনা আক্তার রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হন এবং আশঙ্কাজন অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়।সেখানে অবস্থার অবনতি ঘটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যবত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস/সংবাদদাতা/২০৫৫/এমকে