বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফ্রিস্টাইল স্টান্ট সাইক্লিং প্রতিযোগিতার লোগো উন্মোচন

467

ঢাকা, ৯ ফেব্রুয়ারী, ২০২০ (বাসস) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আগামী ২৭-২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ফ্রিস্টাইল স্টান্ট সাইক্লিং-২০২০ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টে এশিয়া ও ইউরোপের ২৫টি দেশ অংশ নিচ্ছে।
এ উপলক্ষে আজ রোববার পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেয়নের (বিওএ) মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীর, সাধারণ সম্পাদক পারভেজ হাসান ও এসএম ইমাম (সদস্য)সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।