বাসস ক্রীড়া-৯ : সর্বনিম্ন ২৮ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

136

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টেস্ট-টিকিট
সর্বনিম্ন ২৮ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট
রাওয়ালপিন্ডি, ৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ টাকায় দেখা যাবে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। আগামী শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের সর্বনিম্ন মূল্য পাকিস্তানী মুদ্রায় ৫০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ২৭ টাকার মত। তবে সর্বোচ্চ মূল্যের টিকিটও পাওয়া যাবে। পাকিস্তানী মুদ্রায় ১০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৫৫ টাকা।
পাকিস্তানের সাবেক খেলোয়াড় মিরান বকস, শোয়েব আকতার, সোহেল তানভীর ও ইয়াসির আরাফাত স্ট্যান্ডের মূল্য পাকিস্তানী মুদ্রায় ৫০ রুপি। আর ইমরান খান, জাভেদ আক্তার, জাভেদ মিঁয়াদাদ ও আজহার মাহমুদ স্ট্যান্ডের মূূল্য পাকিস্তানী মুদ্রায় ১০০ রুপি।
আজ থেকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের নির্ধারিত ১২টি পয়েন্টে প্রথম টেস্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টেস্ট চলাকালীন পর্যন্ত চলবে টিকিট বিক্রি। পরিচয়পত্র দেখিয়ে একজন দর্শক সর্বোচ্চ ৫টি টিকিট ক্রয় করতে পারবেন।
পাকিস্তান সফরের দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আজ রাত ৮টায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।
বাসস/এএমটি/১৮১০/স্বব