বাসস রাষ্ট্রপতি-১ : ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

471

বাসস রাষ্ট্রপতি-১
আবদুল হামিদ-কাদের
ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে যান।
রাষ্ট্রপতি তাঁর পত্নী রাশিদা খানমকে নিয়ে রাত ৮টা ৩৭ মিনিটে হাসপাতালে যান এবং ১৫ মিনিট ওবায়দুল কাদেরের শয্যাপাশে অবস্থান করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে একথা জানান।
রাষ্ট্রপতি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করেন। চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জানান ওবায়দুল কাদেরের অবস্থা এখন ভাল এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এক সভায় যোগদানকালে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েন। ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়।
রাষ্ট্রপতির পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, রেজোয়ান আহমেদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অনু-এবিএইচ/২৩১০/এবিএইচ