বাসস ক্রীড়া-৬ : মাদ্রিদের হয়ে ৫০০তম ম্যাচ খেললেন মার্সেলো

235

বাসস ক্রীড়া-৬
ফুটবল-মার্সেলো
মাদ্রিদের হয়ে ৫০০তম ম্যাচ খেললেন মার্সেলো
মাদ্রিদ, ৩০ জানুয়ারি ২০২০ (বাসস) : বুধবার রিয়াল জারাগোজার বিপক্ষে মাঠে নেমে এক অন্যন্য মাইলফলক স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। এই ম্যাচের মাধ্যমে রিয়ালের জার্সি গায়ে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ৫০০তম ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন।
ম্যাচের আগে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ৫০০ নম্বর লেখা জার্সি উপহার দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।
রিয়ালের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা রবার্তো কার্লোসের থেকে এখন মার্সেলো মাত্র ২৭ ম্যাচ দূরে রয়েছেন। গ্যালাকটিকোদের জার্সি গায়ে বিদেশী খেলোয়াড় হিসেবে সর্বাধিক ৫২৭ ম্যাচ খেলেছেন কার্লোস।
লেফট-ব্যাক হিসেবে ২০০৭ সালে জানুয়ারিতে মাদ্রিদে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান মার্সেলো। বর্তমানে দলের এই সহ-অধিনায়ক নিজের যোগ্যতা দিয়েই অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে মার্সেলো চারটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপীয়ান সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা ডেল রে ও দুটি সুপার কোপার শিরোপা জিতেছেন।
৫০০ ম্যাচের মধ্যে মার্সেলো ৩৬টি গোল করা ছাড়াও ৩৪৫টি ম্যাচে জয়লাভ করেছে।
এই ৫০০টি ম্যাচের মধ্যে মার্সেলো ৩৫০টি লা লিগা, ৯৭টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩২টি কোপা ডেল রে, ৮টি ক্লাব বিশ্বকাপ, ৯টি সুপারকোপা ও চারটি ইউরোপীয়ান সুপার কাপের ম্যাচ খেলেছেন।
বাসস/নীহা/১৬৫২/স্বব