বাসস দেশ-২ : ঢাকা সিটি নির্বাচনে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন

248

বাসস দেশ-২
সিটি-বিজিবি-মোতায়েন
ঢাকা সিটি নির্বাচনে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২০ (বাসস) : আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা বিধানে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এরমধ্যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ৬৫ প্লাটুন বিজিবি মাঠ পর্যায়ে কাজ করবে। এরা ইতোমধ্যে রাজধানীতে টহল শুরু করেছেন। বাকী ১০ প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে রিজার্ভ রাখা হয়েছে বলে আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বাসসকে জানান।
বিজিবি সদস্যরা ভোটের আগে ও পরে মোট চারদিন দায়িত্ব পালন করবেন। এবারের নির্বাচনে সব বাহিনী মিলে প্রায় ৫০ হাজারের মতো আইন-শৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।
১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
বাসস/এমএসএইচ/১৩৫৫/এমএবি