বাসস ক্রীড়া-১২ : ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি

169

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-টি-২০-কোহলি
ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি
হ্যামিল্টন, ২৯ জানুয়ারি ২০২০ (বাসস) : অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এলেন ভারতের বিরাট কোহলি। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ২৭ বলে ৩৮ রান করে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।
এতে পেছনে পড়লেন কোহলির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে কোহলির রান এখন ৩৬ ম্যাচে ১,১২৬। অধিনায়ক হিসেবে ৭২ ম্যাচে ১,১১২ রান রয়েছে ধোনির। ধোনিকে টপকে যেতে কোহলির আজ ২৫ রান দরকার ছিলো।
এই তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। ৪০ ম্যাচে ১,২৭৩ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪২ ম্যাচে ১,২৪৩ রান করেছেন তিনি। আজ তৃতীয় ম্যাচে ৪৮ বলে ৯৫ রানের নান্দনিক ইনিংস খেলেন উইলিয়ামসন।
বাসস/এএমটি/১৭৩০/নীহা/