বাসস ক্রীড়া-১৫ : টি-২০ শেষে দ্বিতীয় দফায় পাকিস্তানে টেস্ট খেলবে বাংলাদেশ

132

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-টি-২০
টি-২০ শেষে দ্বিতীয় দফায় পাকিস্তানে টেস্ট খেলবে বাংলাদেশ
লাহোর, ২৭ জানুয়ারি ২০২০ (বাসস) : তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সফরে আজ প্রথম দফা শেষ হলো টাইগারদের। তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে হারলো মাহমুদুল্লাহর দল। বৃষ্টির কারনে আজ তৃতীয় ও শেষ টি-২০টি পরিত্যক্ত হয়। প্রথম টি-২০ ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান।
পাকিস্তান সফরে দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তাই দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলতে আগামী মাসের প্রথম সপ্তাহে আবারো পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
পাকিস্তান সফরে তৃতীয় ও শেষ দফায় একটি করে ওয়ানডে-টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্টটি হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
তৃতীয় দফায় ওয়ানডে দিয়ে সফর শুরু করবে টাইগাররা। করাচিতে ৩ এপ্রিল হবে সিরিজের একমাত্র ওয়ানডে। ওয়ানডে শেষে ৫ এপ্রিল থেকে করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।
বাসস/এএমটি/১৮৩৫/নীহা