বাসস দেশ-৩৪ : ৬০ লাখ হতদরিদ্র মানুষকে ঘর তৈরি করে দেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

406

বাসস দেশ-৩৪
ত্রাণ প্রতিমন্ত্রী-দিনাজপুর
৬০ লাখ হতদরিদ্র মানুষকে ঘর তৈরি করে দেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী
দিনাজপুর, ২৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশের ৬০ লাখ হতদরিদ্র মানুষের বসবাসের জন্য সরকারিভাবে ঘর তৈরী করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব ঘর তৈরী করে দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন,‘শীতে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী আমাকে ঘরে-ঘরে গিয়ে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।’
প্রতিমন্ত্রী আজ শনিবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের আত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র এবং দুস্ত-অসহায়দের মাঝে কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/২০১৪/জেহক