বাসস দেশ-৩৩ : গণজোয়ারের ফসল ঘরে তুলতে উস্কানিতে বিভ্রান্ত হবেন না : ইশরাক

400

বাসস দেশ-৩৩
ইশরাক-নির্বাচনী প্রচারণা
গণজোয়ারের ফসল ঘরে তুলতে উস্কানিতে বিভ্রান্ত হবেন না : ইশরাক
ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২০ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোনো ধরনের উস্কানীতে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করে তিনি বলেন,‘আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে নগরবাসীকে সুন্দর-মানবিক ও আধুনিক বাসযোগ্য ঢাকা উপহার দেওয়ার চেষ্টা করবো।’
ইঞ্জিনিয়ার ইশরাক আজ শনিবার বংশাল থানাধীন রায়সাহেব বাজার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন।
তিনি চূড়ান্ত পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের লক্ষ্যেই আগামী এক সপ্তাহ বিএনপি নেতা-কর্মী ও সমর্থক এবং তার নির্বাচনী এলাকার ভোটারদের ধর্য্য ধরার অনুরোধ জানিয়ে বলেন,ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ফসল ঘরে তুলতে আগামী ১ ফেব্রæয়ারি সকলকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটআধকার প্রয়োগের আহবান জানান।
বাসস/সবি/জেডআরএম/২০৫৮/কেকে