বাসস সংসদ-৩ : সংসদে ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০ এর রিপোর্ট উপস্থাপন

124

বাসস সংসদ-৩
বিল-রিপোর্ট
সংসদে ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০ এর রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ২৩ জানুয়ারি ২০২০(বাসস) : ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২০ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি আবদুল মতিন খসরু রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি উত্থাপিত আকারে পাসের সুপারিশ করা হয়।
প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা বিদ্যমান ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার বিধানের প্রস্তাব করে গত ২০ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান আইনের প্রতি বছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার বিধানের বিধানের পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার প্রস্তাব করা হয়েছে।
বিলে বলা হয় বিদ্যমান আইনের বিধান অনুযায়ি হালনাগাদ করার ৩০ দিন সময়সীমা অপ্রতুল বলে এ সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তাছাড়া প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবসকেই সামনে রেখে এ হালনাগাদ করার মেয়াদ ২ মার্চ পর্যন্ত করা প্রয়োজন বলে বিলে উল্লেখ করা হয়।
বাসস/এমআর/১৬৪৫/-আসচৌ